গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসার না বলা কথা

ভালবাসার না বলা কথা 

মোঃ আরিফ হোসেন 

                                   

দুটি পাখি একসাথে

তোমার দুটি চোখ আমার দুটি চোখ 

তোমার দুটি ঠোঁট আমার দুটি ঠোঁট 

তোমার দুটি বাহু আমার দুটি বাহু

তোমার দুটি নাক আমার দুটি নাক

তোমার দুই কব্জা আমার দুই কব্জা;

তাহলে তোমার নয় কি যা আমার?  সব সব সব, যা কিছু আমার সব তোমার, এই দেহ, মন, পীরিতি, ভালবাসা সব কিছু!

তাহলে ঐ দেহ এখনই দিয়ে দাও! দেহ তো দেয়া যায়না, মন নাও!  দাও তোমার মন দিয়ে দাও! এই যে দিলাম, মন ভরে নাও! মন ভরে নিলাম, এখন আমার ভালবাসা পরিপূর্ণতা পেল! এই ভালবাসাইতো চেয়েছিলাম! হ্যাঁ ভালবাসা পরিপূর্ণতা পেল এখন ভালবাসা গান গাবে! হ্যাঁ শোনাও গান!

ভালবাসা ভালবাসাই ভালবাসার হয়না তুলনা

হে আমার ভালবাসা তুমি ভাল থেকো সারা জীবন!

এমনি করে কি ভালবাসা হয়? ভালবাসা' আরো গভীর গান শোনাতে হয়!

শুনিয়েছি কত বছর, শোনেনি!  নতুন করে শোনাও,

হে আমার ভালবাসা তুমি গান গেয়োনা, গান গাক্ কোকিল পাখি! 

কোকিল পাখি এখন গান শোনাবে -

হে আমার ভালবাসা তুমি গান গেয়োনা, গান গাক অচিন পাখি

কোকিল পাখি আসলেই গান শোনাল, অনেক সুন্দর গান!

    ভালবাসা সত্যিই পরিপূর্ণতা পেল!



Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)