গুরু মহাশয়
.jpg)
ভালবাসার না বলা কথা
মোঃ আরিফ হোসেন
তোমার দুটি চোখ আমার দুটি চোখ
তোমার দুটি ঠোঁট আমার দুটি ঠোঁট
তোমার দুটি বাহু আমার দুটি বাহু
তোমার দুটি নাক আমার দুটি নাক
তোমার দুই কব্জা আমার দুই কব্জা;
তাহলে তোমার নয় কি যা আমার? সব সব সব, যা কিছু আমার সব তোমার, এই দেহ, মন, পীরিতি, ভালবাসা সব কিছু!
তাহলে ঐ দেহ এখনই দিয়ে দাও! দেহ তো দেয়া যায়না, মন নাও! দাও তোমার মন দিয়ে দাও! এই যে দিলাম, মন ভরে নাও! মন ভরে নিলাম, এখন আমার ভালবাসা পরিপূর্ণতা পেল! এই ভালবাসাইতো চেয়েছিলাম! হ্যাঁ ভালবাসা পরিপূর্ণতা পেল এখন ভালবাসা গান গাবে! হ্যাঁ শোনাও গান!
ভালবাসা ভালবাসাই ভালবাসার হয়না তুলনা
হে আমার ভালবাসা তুমি ভাল থেকো সারা জীবন!
এমনি করে কি ভালবাসা হয়? ভালবাসা' আরো গভীর গান শোনাতে হয়!
শুনিয়েছি কত বছর, শোনেনি! নতুন করে শোনাও,
হে আমার ভালবাসা তুমি গান গেয়োনা, গান গাক্ কোকিল পাখি!
কোকিল পাখি এখন গান শোনাবে -
হে আমার ভালবাসা তুমি গান গেয়োনা, গান গাক অচিন পাখি
কোকিল পাখি আসলেই গান শোনাল, অনেক সুন্দর গান!
ভালবাসা সত্যিই পরিপূর্ণতা পেল!
Comments
Post a Comment